ছবি: সংগৃহীত
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আজ দুপুরে জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। একপর্যায়ে মিছিলটি প্রেসক্লাবের সামনে এলে পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































