ফাইল ছবি
বাংলাদেশে কর্মরত বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠক রোববার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবদুর রহমান।
তিনি জানান, রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে ইসির সব সদস্য উপস্থিত থাকবেন।
আরও পড়ুন <<>> সারাদেশে ‘হ্যাঁ’ ভোটের জোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব
তিনি বলেন, বৈঠকে বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেবেন। কমিশন সেখানে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি তুলে ধরবে।
নির্বাচন কমিশনার জানান, বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































