ছবি: আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জমা দেয়া মনোনয়পত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনে ৭১টি আপিল নিষ্পত্তি শুনানি হয়েছে।
যার মধ্যে আগে থেকে নির্ধারিত ৭০টি আপিল শুনানি সোমবার (১২ জানুয়ারি) নির্ধারিত হয়। পাশাপাশি রোববারের (১১ জানুয়ারি) নির্ধারিত একটি আপিল আবেদনের শুনানিও হয়।
আজ শুনানিতে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২৫ জনের আপিল মঞ্জুর হয়নি। আর ৪ জনের আপিল আবেদন স্থগিত করা হয়েছে এবং ১ জন তার আপিল প্রত্যাহার করেছেন।
আরও পড়ুন<<>>আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন
এদিকে, সোমবার অনুষ্ঠিত আপিল শুনানির মধ্যে দৈত্ব নাগরিকত্বের কারণে চট্রগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল মঞ্জুর করেনি ইসি।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও কিশোরগঞ্জ–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনাত কাইয়ূম আপিলের পর ফিরে পেয়েছেন প্রার্থিতা।
এর আগে, আপিলে গত শনিবার প্রার্থিতা ফিরে পান ৫১ জন, আর রোববার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়।
ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।
তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































