ফাইল ছবি
মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। তারপরও জনগণের সুবিধার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, মেট্রোরেল যেহেতু ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে সেজন্য ভ্যাট বা মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে।
প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ২ হাজার আন্দোলন হয়েছে। এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধুমাত্র টিয়ারশেল ও গরম পানি দেয়া হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































