Apan Desh | আপন দেশ

উন্নয়ন যেন মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ১৯ নভেম্বর ২০২৫

উন্নয়ন যেন মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে: উপদেষ্টা

ফাইল ছবি

যেকোনও বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অপরিহার্য বলে উল্লেখ করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। 

তিনি বলেন, উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন যেন মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে। তাই ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় যাতে জনদুর্ভোগ না হয় এ বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫২তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিবসহ সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এলজিইডির অধীন ঢাকা জেলার রূপগঞ্জ উপজেলাধীন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য ১ দশমিক ৮৭২৬ একর ভূমি; নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য ৪ দশমিক ০৫৩০ একর ভূমি; নারায়ণগঞ্জ সিটি করপোরশনের বর্জ্য ব্যবস্থাপনা জন্য আরবান ডেভেলপমেন্ট সিটি গভার্নেন্স প্রকল্প’র জন্য ৩৬ দশমিক ৯৯০০ একর ভূমি অধিগ্রহণের অনুমতি দেয়া হয়েছে।

গাজীপুর জেলার ধীরামে আইসিডি নির্মাণের লক্ষ্যে ১৬৮ দশমিক ৫০৪ একর ভূমি অধিগ্রহণসহ পূবাইল-ধীরাশ্রম রেল লিংক নির্মাণ; নরসিংদী পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএমএডব্লিউএম)’ শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলার সদর উপজেলাধীন বালুশাইর এফসিডিআই উপ-প্রকল্পাধীন দুটি স্লুইচ গেট নির্মাণের জন্য ০ দশমিক২৪৫৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>শুধু ভোটের দিন নয়, প্রতিদিন গণতন্ত্র রক্ষা করতে হয়: মির্জা ফখরুল

জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশকৃত বিভিন্ন জেলা থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য পাওয়া ৫০ বিঘার ঊর্ধ্বের অধিগ্রহণ প্রস্তাব সমূহের মধ্যে রয়েছে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাধীন চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ব্রিজিং (অতিরিক্ত অর্থায়ন) (বাপউবো) সি-ডাইক (রিটার্ড)। বেড়ি বাঁধ নির্মাণ, রেগুলেটর নির্মাণ ও রেগুলেটরের ডাইভারশন চ্যানেল খনন কাজের জন্য বিভিন্ন মৌজায় ৯৪ দশমিক ১৬ একর ভূমি, ২০ দশমিক ২০ একর, ৮৪ দশমিক ৪২ একর ভূমি অধিগ্র্রহণের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

খুলনা জেলার কয়রা উপজেলাধীন পোল্ডার নং ১৪/১ পুনর্বাসন শীর্ষক প্রকল্পের জন্য ২ দশমিক ২৫৬ একর ভূমি; সিলেট সড়ক বিভাগাধীন ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ শীর্ষক প্রকল্পের জন্য ১১ দশমিক ০৭১৩ একর, ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য ১২ দশমিক ৯৫০৬ একর, ৮ দশমিক ৬৮৫৬ একর, ১৪ দশমিক ৯৯৩০ একর, ১০ দশমিক ০৩৮৪ একর, ০ দশমিক ৯৬৪৩ একর, ০ দশমিক ২৫৬৫ একর, ৭ দশমিক ৪৯৮০ একর, ১০ দশমিক ৪৭২৮ একর এবং ১১ দশমিক ৫২৬৮ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়াও মাগুরা-নড়াইল (আর-৭২০) আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণসহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের জন্য ৪৬ দশমিক ৪৬৬৭ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক মালয়েশিয়ার দেয়া সব শর্ত মানা সম্ভব নয় : আসিফ নজরুল ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে জাতিসংঘ প্রতিবেদনের ঐতিহাসিক স্বীকৃতি ইসিকে শক্ত অবস্থানে থাকার আহবান মঈন খানের লাশ পোড়ানোর মামলায় জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল শুধু ভোটের দিন নয়, প্রতিদিন গণতন্ত্র রক্ষা করতে হয়: মির্জা ফখরুল শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য: প্রধান উপদেষ্টা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা বড়: সিইসি উত্তরে কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ ১০ ঘন্টা পর মুক্ত সাংবাদিক সোহেল জাপানে আগুন জ্বলছেই, ১৭০ বাড়ি ছাই ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারালো বাংলাদেশ