ছবি: আপন দেশ
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এ ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র আহবায়ক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি।
আরও পড়ুন<<>>ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন
তিনি বলেন, আমাদের একাদশ গ্রেডে বেতন দেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় আমাদের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। অর্থ মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছেন, এমনটা কখনও দেননি। আমরা মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে সব কর্মসূচি প্রত্যাহার করবো। শহীদ মিনারে গিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। আগামীকাল থেকেই আমরা ক্লাসে ফিরে যাবো।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































