
ফাইল ছবি
প্রখ্যাত ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, আহমদ রফিক কেবল ভাষা আন্দোলনেরই একজন সাহসী যোদ্ধা নন, তিনি ছিলেন বাংলা সাহিত্য, সংস্কৃতি ও রবীন্দ্রচর্চার এক উজ্জ্বল নক্ষত্র।
শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মধ্য দিয়ে তিনি এ দেশের ইতিহাস ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে যে সম্মান জানিয়েছে, তা ছিল তার জ্ঞানের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি।
আরও পড়ুন<<>>ভাষাসংগ্রামী আহমদ রফিক আর নেই
প্রফেসর ইউনূস বলেন, দৃষ্টিশক্তি ও শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আহমদ রফিক শেষ দিন পর্যন্ত চিন্তা ও আলোকচর্চা চালিয়ে গেছেন। তাঁর প্রয়াণে দেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার অঙ্গন এক গভীর শূন্যতার মুখে পড়ল।
মরহুমের আত্মার শান্তি কামনা করে প্রধান উপদেষ্টা যোগ করেন—আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, আর জাতি তাকে চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
শোকবার্তায় তিনি পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও সাহিত্য-সংস্কৃতিপ্রেমীদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভাষাসৈনিক ও লেখক-গবেষক আহমদ রফিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।