
ফাইল ছবি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল (বুধবার) থেকে সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা চারদিনের ছুটি শুরু হচ্ছে। তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান শনিবার (৪২ অক্টোর) খোলা থাকায় কর্মীরা চারদিনের পরিবর্তে একদিন কম ছুটির সুবিধা পেতে যাচ্ছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে বুধবার (০১ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি থাকবে। ০২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে। এরপর ০৩ অক্টোবর (শুক্রবার) এবং শনিবার সাপ্তাহিক বন্ধ।
আরওপড়ুন<<>>‘নির্বাচন ঘিরে সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ’
সবমিলিয়ে চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ০৫ অক্টোবর (রোববার) থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।
এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে পুঁজিবাজারে লেনদেন চলবে। অন্যদিনের মতো ব্যাংকের কার্যক্রমও এদিন থেকে শুরু হবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।