Apan Desh | আপন দেশ

দুর্গাপূজাকে উৎসবমুখর করার আহবান ডাকসু ভিপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজাকে উৎসবমুখর করার আহবান ডাকসু ভিপির

ছবি: সংগৃহীত

সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজাকে উৎসবমুখর করার আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কয়েম।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন ডাকসুর জিএস ফরহাদ হোসেনসহ ৫ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এ সময় ঢাবিসহ দেশের সব মন্দির ও পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ডাকসু নেতারা। যেসব স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সে সব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবিও জানান তারা।

সাদিক কয়েম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। সবার প্রতি আহবান জুলাই পরবর্তী সময়ে এ সম্প্রীতি বজায় রেখে পূজাকে উৎসবমুখর করার। এক্ষেত্রে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন থাকতে হবে। কয়েকটি স্থানে পূজামণ্ডপ ভাঙচুরের অভিযোগ এসেছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছি। ক্যাম্পাসের পূজা মণ্ডপের নিরাপত্তা শক্তিশালী করার কথা বলেছি।

আরওপড়ুন<<>>‘রাজনৈতিক চাপে পদ নিয়ে শঙ্কায় আছি’

তিনি বলেন, সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি জানি না। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের কথা বলেছি। তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছি। 

ডাকসুর এজিএস এস এম ফরহাদ বলেন, তোফাজ্জল হত্যাকাণ্ডের প্রতিবেদন পেলেও সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন, অতি দ্রুত সাম্য হত্যাকাণ্ডের আসল ঘটনা ও প্রতিবেদন সামনে আসবে এবং সত্যটা জানা যাবে। বিচার প্রক্রিয়ার বাকি ধাপগুলো জানতে পারব।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে ফরহাদ বলেন, যেকোনো প্রশ্ন থাকলে সেটা গণতান্ত্রিক অধিকার। সেটা যৌক্তিক হওয়াটাও গুরুত্বপূর্ণ। যৌক্তিক অভিযোগের উত্তর আসা জরুরি। আমরা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছিলাম, যৌক্তিক প্রশ্নের উত্তর দিতে। আশা করছি, তারা উত্তর দিয়েছেন। না দিয়ে থাকলে আবার কনসার্ন জানাব।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়