
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পাশের দেশ ও ফ্যাসিস্টরা গুজব ছড়াতে পারে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও ফ্যাসিস্টের দোসররা কিছু অপতথ্য ছড়িয়ে পূজার সময়কে অস্থির করার চেষ্টা করছে। সরকার সেটা কঠোর হাতে দমন করবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার দুর্গাপূজায় কোনো ঝুঁকি নেই। পূজায় মোট ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার, ৭০ হাজার পুলিশ, এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪৩০ প্লাটুন বিজিবির সদস্য নিয়োজিত থাকবে।
আরও পড়ুন>>>‘সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন’
এ সময় গণমাধ্যমকে সঠিক সংবাদ প্রকাশের আহবান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ১ হাজার বেশি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতিসংঘ সফরেও প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন।
খাগড়াছড়ি ইস্যু নিয়ে পার্বত্য অঞ্চলের যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা নিরাসনে সব পক্ষকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা কাজ করছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।