
ফাইল ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির তিন শীর্ষ নেতা। আগামী ২৬ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন, যেখানে বৈশ্বিক সংকট ও উন্নয়ন ইস্যু আলোচিত হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম।
আগামী রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা। ইতোমধ্যে তাদের ভিসা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
গত ৯ সেপ্টেম্বর বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নবনির্বাচিত সভাপতি অ্যানালিনা ব্যারবক-এর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ অধিবেশন। জাতিসংঘের অধিবেশনের এবারের প্রতিপাদ্য ‘বেটার টুগেদার : এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’।
এবার উচ্চ পর্যায়ের সভার মধ্যদিয়ে ২২ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিতর্ক পর্ব। এদিন থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন।
রেওয়াজ অনুযায়ী ওইদিন প্রথম বক্তব্য দিবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এরপর ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এ সাধারণ বিতর্কে অংশ নিয়ে নিজেদের জাতীয় স্বার্থ, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন।
এবারের অধিবেশনে বৈশ্বিক সংঘাত, বিশেষ করে ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, দারিদ্র্য ও বৈষম্য হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত আলোচনায় স্থান পাবে।
পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈদেশিক ঋণ সংকট মোকাবিলা এবং বৈশ্বিক দক্ষিণের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে করণীয় বিষয়েও প্রস্তাবনা উত্থাপিত হতে পারে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।