Apan Desh | আপন দেশ

সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল দুই মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:১৪, ১১ আগস্ট ২০২৫

সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল দুই মরদেহ

ছবি: সংগৃহীত

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্ট-২ এর পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ দুটি উদ্ধা করা হয়। ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়িরে পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত।  দু’জনই পুরুষ।

আরওপড়ুন<<>>অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৭ কর্মকর্তা

ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

প্রাইভেটকারটির সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬৩৭৪৫। মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজান জানান, সকাল ৭টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। ১১টার দিকে বেইজমেন্টে গেলে মরদেহ দুটো তিনি দেখতে পান তিনি। গাড়ি এবং মরদেহ দুটি তাদের পরিচিত নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মরদেহ দুটি গাড়ি থেকে উদ্ধার করে ফ্লোরে রেখেছেন। এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি। আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন।

আপন দেশ/এমএইচ 
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়