
ফাইল ছবি
নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকার হালনাগাদের জন্য সম্পূরক তালিকা প্রকাশ করেছে। এ তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। রোববার (১০ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, ২ মার্চের হিসেবে দেশে ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাদ পড়া ভোটারদের তালিকাভুক্তির জন্য তথ্য সংগ্রহের কাজ চালানো হয়। এ হালনাগাদ প্রক্রিয়ায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। আর বাদ দেয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। ফলে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।
আরও পড়ুন<<>>‘ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ইসি’
আখতার আহমেদ আরও জানান, সম্পূরক খসড়া তালিকা আজ নির্বাচন কমিশনের অফিসগুলোতে প্রকাশ করা হয়েছে। এ তালিকা নিয়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে ভোটাররা তা জানাতে পারবেন। সংশোধনের পর ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। এছাড়া, চলতি বছর ৩১ অক্টোবর পর্যন্ত যেসব ভোটার ১৮ বছর পূর্ণ করবেন, তাদের জন্য আলাদা একটি তালিকা প্রকাশ করা হবে। সুতরাং এবারে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।