Apan Desh | আপন দেশ

রাজধানীতে আ. লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ৩ আগস্ট ২০২৫

রাজধানীতে আ. লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি 

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মোট ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (০২ আগস্ট) থেকে রোববার (৩ আগস্ট) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসব অভিযানে অংশ নেন ডিবি, সিটিটিসি এবং বিভিন্ন থানার পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁওয়ের পীড়গঞ্জ থানা যুবলীগ সদস্য মো. গিয়াস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, শাহবাগ থানা আওয়ামী লীগের ২০ নম্বর ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মো. ইব্রাহীম, বনানী থানা ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সদস্য মো. বাদশা খান, ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম ওরফে তারেক।

আরওপড়ুন<<>>দেশে আবারও জঙ্গি নাটকের পুনরাবৃত্তি

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি ও বন ও পরিবেশবিষয়ক কমিটির সদস্য সাব্বির মজুমদার, ঝালকাঠির কাঠালিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন ফরাজী, ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি আনিসুর রহমান হিটলু, উত্তর খান থানা আওয়ামী লীগের কার্যপরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রাক্তন সদস্য মইনুল হোসেন সুমন, উত্তরখান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, বংশাল থানার কায়েতটুলী শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রকি ওরফে রায়হান ওরফে রুকু।

ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, ঢাকা দক্ষিণ মহানগরীর আওয়ামী মৎসজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শিকদার, ছাত্রলীগের উত্তরা পূর্ব থানার এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন, ঢাকা জেলা আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদ, শ্যামপুর থানা ৫৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সায়মন রহমান ও খিলগাঁও থানা এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আল মামুন সরকার।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেফতারকৃতদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে আমাদের কাছে। এছাড়া যারা বিভিন্নভাবে সংঘটিত হয়ে প্রকাশ্যে বা গোপনে আইনশৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা করতে ডিএমপি বদ্ধপরিকর।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়