Apan Desh | আপন দেশ

রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মাদরাসা শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২২, ২১ জুলাই ২০২৫

আপডেট: ১২:২৩, ২১ জুলাই ২০২৫

রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন মাদরাসা শিক্ষার্থীরা

ছবি: আপন দেশ

জুলাই অভ্যুত্থানে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরা। গুলির সামনে বুক পেতে শহীদ হয়েছিলেন তাদের অনেকেই। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার সড়ক মাদরাসা শিক্ষার্থীদের রক্তে লাল হয়েছিল। সরকার মাদরাসা শিক্ষার্থীদের সে বীরত্বপূর্ণ ভূমিকাকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে।

এ উপলক্ষ্যে সোমবার (২১ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে পালন হবে। সেজন্য সমন্বিতভাবে কর্মসূচি ঠিক করা হয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের উপদেষ্টা, সচিব, শিল্প-সাহিত্য-শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

আরওপড়ুন<<>>‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ আজ

যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালসংলগ্ন রাজপথে অনুষ্ঠান আয়োজনের জোর প্রস্তুতি চলছে। এদিন বিকেল ৩টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলবে। এতে শহীদ পরিবার ও আহতদের স্মৃতিচারণ, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বের অভিজ্ঞতা, ২০১৩, ২০২১, ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের প্রামাণ্য গল্প, হামদ, নাত, নাশিদ, কবিতা আবৃত্তি ও দ্রোহের গান এবং ছত্রিশে জুলাই ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’ তথ্যচিত্র প্রদর্শনী হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা ড্রোন শো।

জুলাই গণঅভ্যুত্থানে যখন রাজপথ স্তব্ধ হয়ে পড়েছিল, তখনই মাদরাসার ছাত্ররা দেশপ্রেম, নৈতিকতায় বলীয়ান হয়ে স্বৈরাচারের জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। রক্তের দামে লেখা সে ইতিহাস যেন হারিয়ে না যায়, তারই অংশ হিসেবে এ আয়োজন।

সকল শিক্ষক-শিক্ষার্থী, যাত্রাবাড়ী ও অন্যান্য স্পটের জুলাই সহযোদ্ধা ও সাধারণ জনগণকে ই রাষ্ট্রীয় স্মরণানুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়