Apan Desh | আপন দেশ

ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি

সভাপতি ফারুক, আলমগীর সা. সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৩, ২ জুলাই ২০২৫

আপডেট: ১১:১৩, ২ জুলাই ২০২৫

সভাপতি ফারুক, আলমগীর সা. সম্পাদক

ছবি : আপন দেশ

ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার বসবাসকারীদের নিয়ে প্রথমবারের মত গঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা পূর্ণাঙ্গ কমিটি। ১১১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক এ এইচ এম ফারুক। মো. আলমগীর হোসেন ভূইয়াকে করা হয়েছে সাধারণ সম্পাদক।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিতায়ন চাকমা। ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে কোষাধ্যক্ষ ও ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

এছাড়া কমিটিতে বিভিন্ন দায়িত্বে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের চিত্র’র সম্পাদক অয়ন আহমেদ, দৈনিক যুগান্তরের সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সৈয়দ ইবনে রহমত, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, বাখের উদ্দিন, আমিনুল হক, ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষক আয়েশা খাতুন রুমা, বৈসম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আবু সাদিক কায়েম, উজ্জল ময় ত্রিপুরা, সুকুমার সাহা, মোর্শেদ আলম, দিদারুল আলম, অ্যাডভোকেট আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি) ও নবী হোসেন বাপ্পা প্রমুখ।

কমিটিতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংকার ও প্রকৌশলী, সরকারি বেসরকারি চকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা রয়েছেন। 

বুধবার (২ জুলাই) সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের আহবায়ক সাংবাদিক এ এইচ এম ফারুক-এর সভাপতিত্বে শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় পার্বত্য তিন জেলার প্রায় শতাধিক বিশিষ্টজন উপস্থিতি ছিলেন। সেসময় বক্তারা ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠনের গুরুত্ব তুলে ধরেন। সে অনুযায়ী সাংবাদিক এ এইচ এম ফারুককে সভাপতি, মিতায়ন চাকমাকে সিনিয়র সহ-সভাপতি ও মো. আলমগীর হোসেন ভূইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

এছাড়াও গত ২৩ মে  গঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত করে নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে পাদায়নের সিদ্ধান্ত হয়। সাধারণ সভার সিন্ধান্ত অনুযায়ী বুধবার পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নব নির্বাচিত সভাপতি এ এইচ এম ফারুক বলেন- বৃহত্তর ঢাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল পাহাড়বাসীকে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা’য় সদস্য হিসেবে স্বাগত জানাতে প্রস্তুত আছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়