Apan Desh | আপন দেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কারাবন্দিকে মুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ১ জুলাই ২০২৫

আপডেট: ২২:৩৩, ১ জুলাই ২০২৫

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কারাবন্দিকে মুক্তি

ফাইল ছবি।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার। ‘টুয়েন্টি ইয়ার্স রুল’ নামে পরিচিত বিধি অনুসারে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (০১ জুলাই) কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।

আরওপড়ুন<<>>কর্মস্থলে অনুপস্থিত: সাবেক ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

তিনি বলেন, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর অতিক্রান্ত হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে কারাবিধি ৫৬৯ মোতাবেক এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে সম্প্রতি মুক্তি দেয়ার আদেশ দিয়েছে সরকার।

কারা সূত্রে জানা যায়, এ বন্দিরা শৃঙ্খলা রক্ষা, ভালো আচরণ এবং সংশোধনের প্রমাণ রাখার পরই নিয়ম অনুযায়ী মুক্তি পেলেন। এ পদক্ষেপকে মানবিকতা ও পুনর্বাসনের নীতির অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। তারা বলছেন, দীর্ঘমেয়াদি বন্দিজীবন শেষে সংশোধিত বন্দিদের মুক্তি সামাজিক পুনঃসম্পৃক্তির সুযোগ সৃষ্টি করে। এছাড়া কারাগারের অতিরিক্ত চাপ কমাতেও এমন সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়