
ফাইল ছবি।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়ে পুলিশ বাহিনী। কর্মস্থলে যোগদান করে কয়েকদিন পর উধাও হয়ে যান অনেক পুলিশ সদস্য। অনেকে ছুটি নিয়েও অনুপস্থিত, আবার অনেকে ছুটি না নিয়েও উধাও হয়েছেন।
দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগ না দেয়া চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনাসহ ৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (০১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আরওপড়ুন<<>>৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ প্রকাশ
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নুরে আলম মিনা বর্তমানে সারদা পুলিশ লাইনে সংযুক্ত। চলতি বছরের ০৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি। এ কারণে ২০১৮ সালের চাকরি বিধির ১২ ধারা অনুযায়ী নুরে আলম মিনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার বর্তমানে রেঞ্জ পুলিশ, বরিশালে সংযুক্ত। গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি। এ কারণে সরকারি চাকরিবিধি অনুযায়ী মানস কুমার পোদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার রহমতুল্লাহ চৌধুরী বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, শিল্প পুলিশে সংযুক্ত। তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।