
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
চট্টগ্রাম বন্দর সেরা না হলে দেশের অর্থনীতি সেরা হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেছেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড। এ বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। তাই এ বন্দর সেরা না হলে দেশের অর্থনীতি সেরা হবে না।
ড. ইউনূস বলেন, বন্দরের পরিবর্তন নিয়ে আগে লেখালেখি করেছি, এবার দায়িত্বে আসার পর সুযোগ পেলাম সরাসরি কাজ করার। প্রথম দিন থেকেই এটিকে একটি প্রকৃত অর্থে কার্যকর বন্দর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, এ বন্দর ছাড়া বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন কোনো দিগন্ত উন্মোচন সম্ভব নয়।
বন্দরের সক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে হলে আন্তর্জাতিক অংশীদারিত্বও প্রয়োজন। বিদেশিদের সম্পৃক্ত করেই বন্দরের সক্ষমতা বাড়ানো যেতে পারে।
এর আগে সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান চট্টগ্রামের মেয়রসহ অন্য কর্মকর্তারা। তারপর বিমানবন্দর থেকে সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরে। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
অন্তবর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম সফর করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।