Apan Desh | আপন দেশ

‘প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে প্রস্তুতি না রাখাই আত্মঘাতী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:৫০, ৩০ এপ্রিল ২০২৫

‘প্রতিনিয়ত যুদ্ধের হুমকিতে প্রস্তুতি না রাখাই আত্মঘাতী’

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস

আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটাই আত্মঘাতী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয় ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমি যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজেই যুদ্ধ প্রস্তুতি নিয়েও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, কাজেই এ পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নাই।

আরও পড়ুন<<>> ২০২৪ সালের বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টার

বিমান বাহিনীর সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনীও এগিয়ে চলেছে। দেশীয় প্রযুক্তির ব্যবহার ও পেশাগত কারিগরি দক্ষতায় তারা আত্মনির্ভরতার প্রমাণ দিয়েছে। সরকারও বিমান বাহিনীর আধুনিকায়নে সহায়তা করছে। আমাদের একটি উন্নত, শক্তিশালী দেশ গড়তে হলে প্রতিরক্ষা খাতেও দক্ষতা বজায় রাখতে হবে।

প্রফেসর ইউনূস বলেন, বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এ পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে। এতে আমাদের সাহস বাড়ে। এতে ছেলে-মেয়েরাও সাহস পাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়