Apan Desh | আপন দেশ

মোবাইলেই ভাষাশহিদদের শ্রদ্ধা জানানো যাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৫:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

মোবাইলেই ভাষাশহিদদের শ্রদ্ধা জানানো যাবে

ছবি: আপন দেশ

একুশে ফেব্রুয়ারি দেশের ১৮ কোটি মানুষ, বাংলা ভাষাভাষী প্রবাসীরা মোবাইলের মাধ্যমে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করতে পারবেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় ‘অমর একুশে’ অ্যান্ডেয়েট অ্যাপ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজকরা।

এদিন বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, ‘অমর একুশে’ অ্যাপটি ২০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ডাউনলোড করা যাবে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে থেকে শুরু করে সারাদিনই শ্রদ্ধাঞ্জলি প্রদান করা যাবে। 

স্মার্ট নারী স্মার্ট বাংলাদেশ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক শাহীনা রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক মুল বক্তব্যে উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন হয়েছে। আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সক্রিয় অংশীজন হিসেবে একাধিক অ্যাপস, ডিজিটাল সেবা উন্নয়ন কর্মসূচির আওতায় মোবাইলে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের অ্যাপ ‘অমর একুশে’ উন্নয়ন করা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষ, প্রবাসীরা শহিদ  মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসিবুর রহমান বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষ স্মার্ট হিসেবে, স্মার্ট বাংলাদেশ   হিসেবে এ মুহূর্তে...। তারই ভিত্তিতে ‘অমর একুশে’ স্মার্ট অ্যাপ করা হয়েছে। ছোটকাল থেকে দেখে আসছি অনেকেই শহিদ মিনারে যান না।   শহিদ মিনারে ফুল দিতেও অভ্যস্ত নন। ডিজিটাল বাংলাদেশ থেকে আজ স্মার্ট বাংলাদেশে হয়েছে। তাই এ চিন্তা মাথায় রেখে স্মার্ট নারী ও স্মার্ট বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে থেকে স্মার্ট এ অ্যাপ করা হয়েছে।

মানিক জানায়, শহিদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর মোবাইলে ‘অমর একুশে’ অ্যাপের মাধ্যমে শ্রদ্ধা জানাতে পারবেন।

বক্তরা ডিজিটাল বাংলাদেশের সফল রূপকার ও স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিদর্শন হিসেবে ‘অমর একুশে’ অ্যাপটি উৎসর্গ করেন।

আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম (জিকু), ইসমাইল, জাহিদ সিদ্দিক রেজা, মাহমুদুল হক (আজিম), শরিফুল ইসলাম প্রমুখ।

আপন দেশ/এসআই/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়