Apan Desh | আপন দেশ

দেশের বেকারত্বের হার ১২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

দেশের বেকারত্বের হার ১২ শতাংশ

ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে বেকারত্বের হার প্রায় ১২ শতাংশ। যা এ যাবত কালের সর্বোচ্চ। নাগরিকরা কর্মসংস্থান খুঁজতে গিয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগরে মৃত্যুবরণ করছে। বলেছেন অবৈধ বিদেশি খেদাও আন্দোলনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন।

সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, গত দেড় দশকে বহু বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কর্মক্ষেত্র দখল করেছে। বর্তমানে ১০ লাখের অধিক অবৈধ বিদেশি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। ফলে দেশের নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী নিয়োগের অধিকার হতে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন>>  কর্মসংস্থানের জন্য ঘণ্টায় দেশ ছাড়ছে ১৫২ জন

ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন বলেন, অবৈধ বিদেশিরা ২০১৭ সাল থেকে প্রতি বছর ১০.২ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। অবৈধ হওয়ার কারণে তারা ট্যাক্স-ভ্যাট না দিয়ে টাকা পাচার করছে। ফলে বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে। মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখিন হচ্ছে। তারপরও আমাদের সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহ কোন ব্যবস্থাই নিচ্ছে না।

সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মহসিন রশিদ বলেন, এখানে বৈধভাবে যারা কাজ করছেন, তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। অবৈধ বিদেশি শ্রমিকের কারণে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সমস্যা হচ্ছে। তাই আমরা চাই, অবিলম্বে সরকার এই অবৈধ বিদেশি শ্রমিকদের নিজ দেশে ফেরত পাঠাক। এতে আমাদের দেশের বেকার সমস্যা দূর করবে।

উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমক্রেটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, মেজর মোহাম্মদ মিজানুর রহমান (অব.), অ্যাডভোকেট মো. আফাজুল হক প্রমুখ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা