Apan Desh | আপন দেশ

কার্টুনিষ্ট এম এ কুদ্দুসের কূলখানি অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ২১ জুলাই ২০২৩

কার্টুনিষ্ট এম এ কুদ্দুসের কূলখানি অনুষ্ঠিত

ফাইল ছবি

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহসভাপতি ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের কুলখানি অনুষ্ঠিত।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে মরহুমের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

এম এ কুদ্দুসের পরিবারের আয়োজনে কুলখানিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সভাপতি নূরে আলম সিদ্দিকী হকের নেতৃত্বে ফোরামের একটি প্রতিনিধিদল কুলখানিতে অংশ নেন। প্রতিনিধিদলে ছিলেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের সহসভাপতি শাহীন হাসনাত, সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর, দফতর সম্পাদক শামীম মোল্লা প্রমুখ।

আরও পড়ুন <> রাজবাড়ীর নিজগ্রামে চিরনিদ্রায় কার্টুনিস্ট এম এ কুদ্দুস

মরহুমের শোকাহত বাবা-মা, স্ত্রী ও একমাত্র মেয়েকে সান্ত্বনা দেন নেতারা। পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের নেতারা। পরেতারা মরহুমের কবর জিয়ারত করেন।

দেশবাসীর কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন এম এ কুদ্দুসের সহধর্মিণী তানিয়া সুলতানা বিথী। এসময়  তিনিজেলা ফোরাম নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।   

শনিবার (১৫ জুলাই) সকালে ঢাকার নিজ বাসভবনে ইন্তকাল করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র এম এ কুদ্দুস। দৈনিক সংবাদে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়