
ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও খুলনায় একজন সাংবাদিককে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। একইসঙ্গে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী একটি যৌথ বিবৃতি দেন। একইসঙ্গে ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমও এ বিবৃতিতে সমর্থন জানান।
তারা বলেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সম্প্রতি পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিকদের ওপর একের পর এক হামলা হচ্ছে। গতকাল খুলনায় একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা এসব হামলাকে মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর ‘নগ্ন আঘাত’ বলে মন্তব্য করেন।
নেতৃবৃন্দ বলেন, খুলনার সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু হত্যাসহ সব হামলার জন্য যারা দায়ী, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতা রুখতে সাংবাদিক সমাজ বদ্ধপরিকর।
আরও পড়ুন>>>জাপা-জিওপি সংঘর্ষে সাংবাদিক আহত
বিবৃতিতে আরও বলা হয়, অতীতে কোনো স্বৈরাচার সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে আটকাতে পারেনি। ভবিষ্যতে কোনো অপশক্তির কাছে সাংবাদিকরা আত্মসমর্পণ করবে না।
নেতারা সাংবাদিকদের নিরাপত্তা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়বে। এর পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারও সংকটে পড়বে।
উল্লেখ্য, গতকাল রোববার খুলনায় এক সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে ২৭ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের নির্মম নির্যাতনে আহত হন বাংলা ভিশনের কেফায়েত শাকিল, দ্য নিউ নেশন -এর নোমান মোশাররফ ও সৈয়দ শিমুল পারভেজ, সপ্তমী মণ্ডল ঋতু ও খোলা বাজারের রোজিনা বেগম।
এছাড়া শুক্রবার (২৯ আগস্ট) কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন বাংলাদেশ প্রতিদিনের নাইমুর রহমান দুর্জয়। শনিবার (৩০ আগস্ট) মতিঝিল বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেছনে সন্ত্রাসী হামলার শিকার হন ডিবিসির রেদওয়ানুল হক ও দৈনিক কাবেলার এ জেড ভূঁইয়া আনাস।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।