বিডি মুখার্জী
জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও ক্রীড়া সাংবাদিক বিডি মুখার্জী আর নেই। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর।
বিডি মুখার্জী ছিলেন একজন দক্ষ সাংবাদিক, ক্রীড়া প্রতিবেদক ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য। তিনি তার কর্মজীবনে অসংখ্য গুণগ্রাহী সহকর্মী রেখে গেছেন।
আজ বেলা সাড়ে ১১টায় ঢাকার বাসাবো বরদেশ্বরী কালীমাতা মন্দির মহাশশ্মানে তাকে দাহ করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিডি মুখার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তারা তার আত্মার শান্তি কামনা করেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































