
ছবি: আপন দেশ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির সভাপতি হলেন নূরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর।
শনিবার (০৪ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গনি চৌধুরীসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তারা।
সভায় সর্বসম্মতিতে এ অনুমোদন কক্সবাজার অঞ্চলের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি ও সাংগঠনিক স্বীকৃতি এনে দিল। এ স্বীকৃতির ফলে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের অনুমোদিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি নূরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক এস এম জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বেদারুল আলম, সদস্য শামসুল হক শারেক ও এম জসিম উদ্দিন ছিদ্দিকী।
বিএফইউজের নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। কমিটি অনুমোদনে সহযোগিতার জন্য বিএফইউজের নির্বাহীদের অভিনন্দন জানায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।
তারা আশা করেন, এ অনুমোদনের মধ্য দিয়ে কক্সবাজারের সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
গত ১৪ জুন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে চট্টগ্রাম শ্রম দফতর থেকে এ কমিটিকে অনুমোদন (রেজি নং: ২৫৭৫) দেয়া হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।