
ছবি: আপন দেশ
জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ শুটিং প্রতিযোগিতায় খোকন বড়ুয়া (সুখবর ডটকম) প্রথম, কাজল হাজরা (দৈনিক কালবেলা) দ্বিতীয় ও তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) তৃতীয় স্থান অধিকার করেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ৭৫ জন সদস্য অংশগ্রহণ করেন। ক্রীড়া উপ কমিটির সদস্য আনোয়ার উদ্দিন অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, একেএম মহসীন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>>>ডিআরইউ ইনডোর গেমস শুরু শুক্রবার
এ ছাড়াও ক্রীড়া উপকমিটির সদস্য পরাগ আরমান, মো. আনোয়ার হোসেন, শিরিন সুলতানা, রাশিদা আফজালুন নেসা, মফিজুর রহমান খান বাবু, ডি এম আমিরুল ইসলাম অমর ও আব্দুল্লাহ মজুমদারসহ ক্লাবের সিনিয়র ও নতুন সদস্যদের উপস্থিতিতে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ক্রীড়া উপকমিটির আহবায়ক শাহনাজ বেগম পলি। এয়ার গান শুটিং এরমধ্য দিয়ে ৬ দিনব্যাপী ক্লাব সদস্যদের ইনডোর গেম প্রতিযোগিতা শেষ হল।
আগামীকাল ১৭ অক্টোবর শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সদস্য সন্তানদের চিত্রাংকন, লুডু (সদস্য স্ত্রী ও ১৫ থেকে ২১ বৎসর মেয়েদের জন্য আলাদাভাবে), আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।