
ছবি: আপন দেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগেরহাট সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাগেরহাট সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান।
আরওপড়ুন<<>>‘বাংলাদেশ ডুবে যাচ্ছে নৈতিক শিক্ষার অভাবে’
অনুষ্ঠানে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) এর মহান আদর্শকে সাহিত্য কর্মের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার অভিপ্রায়ে এ সভা করা হয়েছে।
মহানবী (সা.) এর জীবন আদর্শের ওপর বক্তব্য, নিজেদের লেখা কবিতা ও প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ সাংবাদিক শেখ আবু সাঈদ, কবি এম আবু বকর সিদ্দিক, কবি এইচ এম হুমায়ুন কবির, কবি শেখ ইকবাল হোসেন লাভলু, কবি তরুণ কুন্ডু, গীতিকার ওমর আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ এম আলমগীর হোসেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।