Apan Desh | আপন দেশ

চায়ের সঙ্গে মুচমুচে ফিশ কেক, রইল প্রণালী

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ২২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৬, ২২ নভেম্বর ২০২৪

চায়ের সঙ্গে মুচমুচে ফিশ কেক, রইল প্রণালী

মুচমুচে ফিশ কেক। ছবি: সংগৃহীত

ভাজাভুজি বাঙালির বড়ই পছন্দের জিনিস। চপ-কাটলেট পছন্দ করেন না এমন বাঙালির হদিস পাওয়া মুশকিল। সন্ধের পর এক কাপ চা আর সঙ্গে গরম গরম ফিশ ফ্রাই পেলে আর কী চাই। বিয়েবাড়ি হোক কিংবা ঘরোয়া কোনও অনুষ্ঠান— ফিশ ফ্রাই না হলে খাবারটা ঠিক জমে না। 

তবে ডুবো তেলের ভাজাভুজি রোজ রোজ খাওয়া মোটেও ভাল নয়। মাছ দিয়েই একটু স্বাস্থ্যকর অথচ মুখরোচক স্ন্যাক্‌স বানানোর কথা ভাবছেন? বানিয়ে ফেলুন ফিশ কেক, রইল সহজ রেসিপি।

উপকরণ:

৪০০ গ্রাম ভেটকির টুকরো (কাঁটা ছাড়া), ২০০ গ্রাম কুচো চিংড়ি, ১টি গাজর, ১টি পেঁয়াজ, ১টি লাল বেলপেপার, ১ কাপ কর্নফ্লাওয়ার, আধ কাপ পেঁয়াজ পাতা কুচি, ১টি ডিমের সাদা অংশ, ১ টেবিল চামচ ময়দা, নুন ও চিনি স্বাদমতো, ১ চা চামচ গোলমরিচ।

প্রণালী:

প্রথমে সব সব্জিগুলি খুব মিহি করে কুচিয়ে নিন। এ বার মিক্সিতে মাছ আর চিংড়িগুলি ভাল করে বেটে নিন। একটি বড় পাত্রে মাছের কিমা আর সব্জির টুকরোগুলি ঢেলে দিন। এ বার সে পাত্রে একে একে ময়দা, ডিমের সাদা অংশ, পেঁয়াজপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি মিশিয়ে ভাল করে মেখে নিন। এ বার হাতে সামান্য তেল মেখে নিয়ে অল্প মিশ্রণ নিয়ে প্রথমে গোল বলের আকারে গড়ে নিন। এ বার হাত দিয়ে বলগুলিকে চ্যাপ্টা করে প্যাটির আকারে গড়ে নিন। এ বার কর্নফ্লাওয়ার মাখিয়ে ফ্রিজে রেখে দিন ঘণ্টাখানেকের জন্য। ননস্টিক তাওয়ায় সামান্য তেল গরম করে প্যাটিগুলি হালকা করে ভেজে নিন। মেয়োনিজ় আর টম্যাটো সসের মিশ্রণের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ফিশ কেক।

আপন দেশ/কেএইচ

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়