ছবি: আপন দেশ
রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি ড্রামভর্তি অজ্ঞাতপরিচয় একজনের খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতের দুটি ড্রামে পাওয়া লাশটি একজন পুরুষের। নিহতের মুখে লম্বা দাড়ি রয়েছে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী খণ্ড-বিখণ্ড লাশটি উদ্ধার করেছে।
সরেজমিনে দেখা যায়, মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুটি নীল রঙের ড্রাম থেকে মরদেহ বের করা হয়। ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল মরদেহের খণ্ডিত অংশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর লাশ মেলার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন<<>>বৌদ্ধ ধর্মগুরু জ্ঞানশ্রী মহাথেরর চিরপ্রস্থান
তিনি বলেন, হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে কে বা কার রেখে যাওয়া নীল রঙের ছোট দুটি ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে।
পরে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের সঙ্গে কথা হলে জানা যায়, জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাত থেকে লাশটি মাথাসহ উদ্ধার হয়েছে। অসংখ্য টুকরা অবস্থায় ছিল লাশটি, এখনো সেগুলোর সংখ্যা গণনা করা সম্ভব হয়নি।
ডিসি মাসুদ বলেন, লাশটির মোট কতটি অংশ উদ্ধার করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মুখমণ্ডল দেখে বোঝা যাচ্ছে নিহত একজন পুরুষ। তার মুখমণ্ডলে লম্বা দাড়ি আছে।
আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































