ছবি: আপন দেশ
বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু, সমাজসেবায় একুশে পদক পাওয়া সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের প্রয়াত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে বাংলাদেশ বৌদ্ধ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার কান্তি বড়ুয়া জানিয়েছেন।
জ্ঞানশ্রী মহাথের নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।
তুষার কান্তি বলেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। রাত ০৮টায় রাউজানের বিনাজুরী শ্মশান বিহারে উনার দেহ নিয়ে যাওয়া হবে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সেখানে সংঘদান হবে। ১৮ নভেম্বর উনার দেহ পেটিকাবদ্ধ করা হবে। এখন পর্যন্ত এ সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন<<>>একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহবান সেনাপ্রধানের
সংঘরাজ ভদন্ত জ্ঞানশ্রী মহাথেরর ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন। রাউজানের ডোমখালী গ্রামে তার শৈশব কাটে।
২৫ বছর বয়স থেকে তিনি সমাজসেবায় নিয়োজিত। তিনি মোট আটটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করেছেন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও।
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ২০২২ সালে তিনি একুশে পদক পান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































