Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৬, ২৪ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হেনেছে। প্রবল তুষারপাত, ঝোড়ো হাওয়া ও ঘন বরফ জমার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে ৮ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং বাসিন্দাদের ঘরে থাকার আহবান জানানো হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, অন্তত ৩ হাজার ৪০০ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়।

রোববার (২৫ জানুয়ারি) আরও ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শীতকালীন ঝড়ের প্রভাবে নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ ঝুঁকির মুখে রয়েছেন।

আবহাওয়াবিদদের আশঙ্কা, টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত এলাকায় ঘন বরফ জমতে পারে, যা বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগব্যবস্থায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রিডিকশন সেন্টারের আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান জানিয়েছেন, এটি চলতি মৌসুমের সবচেয়ে ভয়ঙ্কর ও বিস্তৃত শীতকালীন ঝড়।

আরও পড়ুন <<>> যে কোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান

ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এমন পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যেই হাইপোথার্মিয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

টেক্সাসসহ একাধিক অঙ্গরাজ্যের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইউটিলিটি সংস্থাগুলো। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফেডারেল সরকার রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়