ছবি: সংগৃহীত
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিরুদ্ধে কঠিন ভাষায় অভিযোগ করেছেন। তিনি বলেছেন, গ্রিনল্যান্ডে মার্কিন গোল্ডেন ডোম স্থাপনের বিরুদ্ধে কানাডা অবস্থান নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এ অভিযোগ করেন।
তার দাবি, গ্রিনল্যান্ডে গোল্ডেন স্থাপনের বিরুদ্ধে কানাডা। যদিও এ গোল্ডেন ডোম কানাডাকেও সুরক্ষা দেবে। আমাদের এক্ষেত্রে সহায়তা না করে তারা চীনের সঙ্গে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে। যারা কানাডাকে এক বছরের মধ্যে গিলে খাবে।
ট্রাম্পের এ মন্তব্যের পটভূমি হলো সম্প্রতি কানাডা-চীন বাণিজ্য চুক্তি। কয়েকদিন আগে চীনের সঙ্গে শুল্ক কমানোর চুক্তি করে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফর করে এ চুক্তি করেন।
কানাডার প্রধান বাণিজ্যিক অংশীদার হলো যুক্তরাষ্ট্র। এরপরই চীনের অবস্থান। তবে সম্প্রতি চীন-কানাডার বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হচ্ছে।
আরও পড়ুন<<>>ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু
গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প গ্রিনল্যান্ড বিষয়ে অবস্থান ব্যক্ত করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, গোল্ডেন ডোম স্থাপন করলে কানাডা এর সুবিধা ভোগ করবে। তিনি দাবি করেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে অনেক সুবিধা পায়।
ট্রাম্প বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে। তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নেকে উদ্দেশ্য করে বলেন, পরবর্তীতে যুক্তরাষ্ট্রকে নিয়ে কিছু বলার আগে এটি মনে রাখবেন মার্ক।
কিন্তু ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী। তার জবাব, কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই। কানাডা সফলতা পাচ্ছে কারণ আমরা কানাডিয়ান।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই কানাডার বিরোধিতা করছেন ট্রাম্প। তিনি প্রায়ই দেশটির নেতৃত্বের সমালোচনা করে থাকেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































