ছবি : সংগৃহীত
সিরিয়ায় মার্কিনিদের ওপর ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট হামলার সঙ্গে জড়িত আল-কায়েদা ঘনিষ্ঠ এক জঙ্গি নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম জানায়, নিহত ব্যক্তির নাম বিলাল হাসান আল-জসিম। তার সঙ্গে আইএসআইএসের এক বন্দুকধারীর সরাসরি যোগাযোগ ছিল। ওই বন্দুকধারী গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরা এলাকায় সংঘটিত হামলায় জড়িত ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় যুক্তরাষ্ট্র ও সিরীয় বাহিনীর সদস্যরা হতাহত হন। এ ঘটনার সূত্র ধরেই পরবর্তী অভিযানে আল-জসিমকে লক্ষ্যবস্তু করা হয়।
আরও পড়ুন <<>> গ্রিনল্যান্ড দখলে বাঁধা, আট দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের
বিবৃতিতে সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, তিনজন মার্কিন নাগরিকের মৃত্যুর সঙ্গে যুক্ত এক সন্ত্রাসীর নিহত হওয়া স্পষ্ট বার্তা দেয়—আমাদের বাহিনীর ওপর যারা হামলা চালায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র পিছপা হবে না।
১৩ ডিসেম্বরের ঘটনার পর থেকেই সিরিয়ায় ধারাবাহিক অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। সেনাবাহিনীর দাবি, এ পর্যন্ত শতাধিক আইএসআইএস লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এদিকে সেন্টকমের বিবৃতি উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, আমরা কখনো ভুলে যাব না, কখনো থামবও না।
আপন দেশ/ এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































