সংগৃহীত ছবি
মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইনে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।
স্থানীয় সময় শুক্রবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন শহরে পরপর দু’টি বোমা হামলা চালায় দেশটির সেনাবাহিনী।
স্থানীয় প্রশাসনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, একটি ব্যস্ত চায়ের দোকানে টিভিতে বক্সিং ম্যাচ খেলা দেখার সময় বিমান হামলা চালানো হয়। এতে হতাহত হন অনেকে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান কয়েকজন।
জান্তা বাহিনীর ভয়াবহ এ হামলায় প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে আশপাশের বাড়ি-ঘর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন বহু মানুষ। নিহতদের অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তারা। যদিও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার।
এদিকে, মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘাতের সময় থাইল্যাইন্ডের ভূখন্ডে গোলার আঘাতে অন্তত দু’জন আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে থাই সরকার।
শনিবার থাই চিফ অব ডিফেন্স জানান, মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা লড়াইয়ে নিক্ষিপ্ত গোলা ভুল গতিপথে ছুটে থাই ভূখণ্ডে পড়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি শনাক্তের পর সীমান্তে অবস্থানরত ইউনিটগুলোকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রস্তুতিও শুরু হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































