Apan Desh | আপন দেশ

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:১০, ৩ ডিসেম্বর ২০২৫

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেনের বন্দর ও জাহাজে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে দেশটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

বুধবার (০৩ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট ও আল-জাজিরা।

এসময় রুশ জাহাজে হামলাকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দস্যুতা হিসেবে উল্লেখ করে পুতিন। তিনি বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে সেগুলো দস্যুতা। রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে আসা জাহাজে হামলা চালাবে।’

পুতিন দ্বিতীয় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দ্বিতীয়ত, যদি এসব দস্যুতা চলতে থাকে। আমরা সম্ভাব্যতা যাচাই করব। আমি বলছি না আমরা করব, কিন্তু আমরা সম্ভাব্যতা যাচাই করব—যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করছে তাদের জাহাজের ওপর হামলার চালানোর কথা। যদি এগুলো না করা হয় তাহলে সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তখন দস্যুতা করা আর সম্ভব হবে না।

আরও পড়ুন : ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি

তিনি আরও বলেন, ‘আমি আশা করব, ইউক্রেনের সামরিক নেতারা, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা এসব হামলার পেছনে জড়িত আছে, তারা ভাববে এগুলো করে কোনো লাভ আছে কি না।’

গত ২ দিনে রাশিয়ার অন্তত তিনটি ট্যাংকারে হামলা হয়েছে। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়