Apan Desh | আপন দেশ

এবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ২৩ নভেম্বর ২০২৫

এবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পরপর দুইদিন কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সারাদেশে মোট ১০ জন নিহত হওয়ার পাশাপাশি সহস্রাধিক আহত হয়েছেন। এখন মানুষের মন থেকে পুরোপুরি আতঙ্ক কাটেনি। এবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায। দেশ দুটিতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র বার্মার দাওয়ে এলাকায় ছিল। এটি বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় অধিদফতর এবং জরুরি সেবা সতর্ক রয়েছে।

আরও পড়ুন<<>>সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন: নাহিদ ইসলাম

শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এ ঘটনার পরদিনই (শনিবার) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ ও ৭টা ১৯ মিনিটে আঘাত হানে এসব ভূকম্পন। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৫ ও ৩ দশমিক ৭।

এরপর রাত ১১টা ১ মিনিটে মিয়ানমারে অনুভূত হয় ৩ দশমিক ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প। তবে এসব কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়