ছবি: সংগৃহীত
শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ায় দেশজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। টানা দ্বিতীয় দিনের মতো আকাশপথে বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শনিবার (০৮ নভেম্বর) একদিনেই বাতিল হয়েছে এক হাজার চার শতাধিক ফ্লাইট, আর বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর সিদ্ধান্ত অনুযায়ী দেশটির ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে যাত্রী চলাচল ক্ষমতা সর্বোচ্চ ১০% পর্যন্ত কমাতে হয়েছে। কারণ সরকারি শাটডাউনে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের পক্ষে বেতন ছাড়া কাজ চালানো সম্ভব হচ্ছেনা।
আরও পড়ুন<<>>যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলের হামলা, বাড়ছে প্রাণহানি
এ শাটডাউনের ৩৯তম দিন পূর্ণ হয়েছে। সংসদের রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে তহবিল বিষয়ক দ্বন্দ্ব চলায় সরকারি কার্যক্রম এখনও চালু হয়নি। এ পরিস্থিতিতে খাদ্য সহায়তা বিলম্ব এবং ফ্লাইট বাতিলের মত ঘটনায় হয়রানির সম্মুখীন হচ্ছে লক্ষ লক্ষ মার্কিন নাগরিক।
শনিবার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চার্লট/ডগলাস ইন্টারন্যাশনাল, নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এবং শিকাগো ও’হেয়ার বিমানবন্দরে। বিশেষ করে নিউয়ার্কে আসা ফ্লাইটের গড়ে দেরির সময় ছিল ৪ ঘণ্টার বেশি এবং প্রস্থানে গড়ে ১.৫ ঘণ্টা। আমেরিকান এয়ারলাইন্স ওয়াশিংটন নেতৃবৃন্দকে অবিলম্বে শাটডাউন শেষ করার জন্য সমাধান খুঁজে নেয়ার আহবান জানিয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































