ছবি: সংগৃহীত
এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে তিনি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এর পাশাপাশি ট্রাম্পের মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেয়ার কথা রয়েছে।
সে আয়োজনটি হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই। দেশদুটি গত মে মাসে প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল।
রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যেখানে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বিমানে বসেই ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি 'বড় শান্তিচুক্তি' সই করার উদ্দেশ্যে তিনি মালয়েশিয়ার পথে আছেন। ট্রাম্প আরও লেখেন, গুরুত্বপূর্ণ এই আয়োজনে যাতে সবাই থাকতে পারেন, এ জন্য তিনি পৌঁছানোর পরপরই চুক্তি সই করা হবে।
আরও পড়ুন<<>>
গত ২৮ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। সে চুক্তির ধারাবাহিকতায় আজকের শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।
প্রথমদিকে থাইল্যান্ড বাহ্যিক মধ্যস্থতার প্রস্তাবে রাজি হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে দেন, সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য আলোচনা স্থগিত করবে। এরপরই থাইল্যান্ড আলোচনায় অংশ নিতে সম্মত হয়।
এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প আসিয়ান সম্মেলনের আয়োজক দেশ মালয়েশিয়ার সঙ্গেও একটি নতুন বাণিজ্য চুক্তি করবেন বলে জানানো হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































