Apan Desh | আপন দেশ

মার্কিন নির্বাচন

৬১ শতাংশ মার্কিন ইহুদি মনে করেন ইসরায়েল ‘যুদ্ধাপরাধী’

৬১ শতাংশ মার্কিন ইহুদি মনে করেন ইসরায়েল ‘যুদ্ধাপরাধী’

সবচেয়ে বেশি ইহুদির বাস মার্কিন যুক্তরাষ্ট্রে। ‌‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে পরিচয় দেয়া ইসরায়েলের তুলনায় বেশি ইহুদি বসবাস করেন সেখানে। সে মার্কিন মুলুকে বেশিরভাগ ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় ‘যুদ্ধাপরাধ’ করেছে। তাদের একটি বড় অংশের বিশ্বাস—ইসরায়েল গাজায় ‘গণহত্যা’ চালিয়েছে। শনিবার (০৪ অক্টোবর) ওয়াশিংটন পোস্টে প্রকাশিত জরিপের ফলাফলে এমনটি জানা যায়। জরিপে অংশ নেয়া মার্কিন ইহুদিদের ৬১ শতাংশ বলেছেন, তারা মনে করেন গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। শুধু তাই নয়, তাদের মধ্যে প্রতি ১০ জনের চারজন বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে। জরিপের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট জানিয়েছে—মার্কিন ইহুদিদের ৬৮ শতাংশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন।

০২:৫৫ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement