Apan Desh | আপন দেশ

কাবুলে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি নেতা মেসুদ নিহত

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০২, ১০ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:৪৭, ১০ অক্টোবর ২০২৫

কাবুলে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি নেতা মেসুদ নিহত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) নেতা নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) ভোর রাতে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, অত্যন্ত সূক্ষ্ম ও নির্ভুল এ হামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) নেতা নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন। 

ধারণা করা হচ্ছে, তার ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ আরও কয়েকজন টিটিপি সদস্যও প্রাণ হারিয়েছেন। সাইফুল্লাহকে সংগঠনের সম্ভাব্য পরবর্তী প্রধান হিসেবে দেখা হচ্ছিল।

সূত্রগুলো জানায়, কাবুলে নূর ওয়ালি মেসুদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যম এখনো তার মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেনি, তবে তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় নূর ওয়ালি প্রকাশ্যে গাড়িতে করে চলাচল করছিলেন। পাকিস্তানে নিষিদ্ধ টিটিপির শীর্ষ এ নেতা দীর্ঘদিন ধরে দেশটির সবচেয়ে বড় ওয়ান্টেড তালিকায় আছেন।

এদিকে, হামলার পর সংগঠনটি প্রতিশোধ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে টিটিপির তৎপরতা দীর্ঘদিনের। সম্প্রতি ওই এলাকায় তাদের এক হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত হয়। এর আগে সেনারা অভিযানে কয়েক ডজন টিটিপি সদস্যকে হত্যা করেছিল, যার প্রতিশোধে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হয়।

আরও পড়ুন<<>>তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর

ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, অনেক হয়েছে, আমরা আর এমন হামলা সহ্য করব না। তার এ মন্তব্যের পরই কাবুলে শক্তিশালী বিমান হামলা চালানো হয় বলে ধারণা বিশ্লেষকদের।

কাবুলের স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আকাশে টানা দুটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে তারা আবারও বিমানকে চক্কর দিতে দেখেন। এতে নতুন করে হামলার আশঙ্কায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাকিস্তান অবজারভার জানায়, শুক্রবার সকালে পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পেশোয়ার কর্পস সদরদফতরে জরুরি সংবাদ সম্মেলন করবেন। সেখানে কাবুলে এ বিমান হামলা সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।

অন্যদিকে আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেয়া পোস্টে বিস্ফোরণ ও সম্ভাব্য বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহবান জানান। তিনি দাবি করেন, বিস্ফোরণের মাত্রা ছোট ছিল। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, হামলাটি ছিল অত্যন্ত শক্তিশালী ও ভয়াবহ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়