Apan Desh | আপন দেশ

আমার হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৯:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আমার হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়

ফাইল ছবি

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মর্মাহত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে ভুগছি।

থালাপতি আরও লেখেন, কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।
 
তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জানিয়েছেন, তামিল অভিনেতা বিজয়ের নির্বাচনী প্রচারণার সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৩৯ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
 
সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন নারী, ৪ জন ছেলে এবং ৫ জন মেয়ে। এছাড়া  ২৬ পুরুষ ও ২৫ নারীসহ ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।
 
রয়টার্স বলছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তামিলনাড়ুর কারুর জেলার ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বিজয় বক্তব্য দেয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন।
 
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশের অনুমতি ছিল ৩০ হাজার লোকের জন্য, কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ। প্রবেশপথে ছিল ভয়াবহ জট, ভেঙে পড়ে মঞ্চের চারপাশের ব্যারিকেড। শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ভিড়ের চাপে দমবন্ধ হয়ে যায় অনেকের। বিজয় নিজেও বক্তব্য থামিয়ে অসুস্থদের পানি দেন ও নিখোঁজ শিশুকে খুঁজতে আহবান জানান।

আরও পড়ুন<<>>পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯, থালাপাতিকে গ্রেফতার দাবি
 
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। পাশাপাশি চলছে বিচার বিভাগীয় তদন্ত।
 
টিভিকে নেতারা দায় স্বীকার না করে বলেছেন, বিজয়ের প্রতি মানুষের ভালোবাসাই এমন বিপুল ভিড় ডেকে এনেছে। জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ।
 
সম্প্রতি শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয়। জানিয়েছিলেন, মুক্তির অপেক্ষায় থাকা ‘জন নায়ক’ সিনেমাই তার অভিনীত শেষ সিনেমা।
 
ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, ‘জন নায়ক’ বিজয়ের ৬৯তম সিনেমা। এ সিনেমার একজন রাজনীতিবিদ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
 
জানা যায়, বিজয় ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন। এ লক্ষ্যে গঠন করেছেন একটি রাজনৈতিক দল। অভিনয় ছাড়ার পর সেখানেই পুরোপুরি মনোযোগ দিতে চান বিজয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়