Apan Desh | আপন দেশ

বিশ্ব জনমত উপেক্ষা ইসরায়েলের, গাজায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ০৮:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব জনমত উপেক্ষা ইসরায়েলের, গাজায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

গাজায় নির্বিচারে গণহত্যা চালানোয় আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে ইসরায়েল। কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের পর যুক্তরাজ্যও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবুও থামছে না দখলদার বাহিনী। বিশ্ব জনমত উপেক্ষা গাজায় হামলা চালিয়েছে তারা। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর অভিযানে নিহত হারিয়েছেন ৬০ জন এবং আহত হয়েছেন আরও ১৪২ জন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার পর গাজায় ইসরায়েলি বাহিনীর গত দুই বছরের অভিযানে মোট নিহত সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জনে পৌঁছেছে।

আরও পড়ুন<<>>মোদিকে ওয়াইসি, আপনার বাংলাদেশি বোনকে ফেরত পাঠান

এছাড়া গত ২৭ মে থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য ও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। শুক্রবার ত্রাণ নিতে গিয়ে ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

আন্তর্জাতিক জনমতকে উপেক্ষা করে গাজায় নিষ্ঠুর সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য গত নভেম্বরে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এছাড়া জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলাও দায়ের করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার ১৭ বছর পর মুক্তি পেয়ে নির্বাচনী মাঠে বাবর দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু রাজধানীসহ আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচন নিয়ে আর ধোঁয়াশা নেই, সবার উচিৎ সরকারকে সহযোগিতা করা: নুর জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে রাজি বিএনপি গণভোট–নির্বাচন একসঙ্গে মানে প্রতারণা: জামায়াতসহ ৮ দল রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে ঢাবি শিক্ষক আটক মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩ ট্রাম্পের কাছে ক্ষমা চািইল বিবিসি আর্জেন্টিনাকে রাতে আতিথ্য দেবে অ্যাঙ্গোলা