Apan Desh | আপন দেশ

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স

ছবি: সংগৃহীত

এবার ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এর ফলে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে সোমবার (২২ সেপ্টেম্বর) এ স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এ তথ্য নিশ্চিত করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে, আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা এবং সান মারিনোসহ বেশকিছু দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

এদিকে, আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া সর্বশেষ দেশ হচ্ছে ফ্রান্স। এ স্বীকৃতির মধ্যদিয়ে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও বৃদ্ধি পেল। তবে ফ্রান্সের এ পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে।

আরওপড়ুন<<>>ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের স্বীকৃতির দিনের ভোর থেকে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩০ জনই গাজা শহরের বাসিন্দা।

এর আগে, এক ভিডিও বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান নীতির বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স যা চায়, তা হলো (আল আকসা অঞ্চলে) পাশাপাশি দু’টি রাষ্ট্র থাকবে। একটি রাষ্ট্র হবে ইসরায়েল, যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। অপর রাষ্ট্রটি হবে ফিলিস্তিন- যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

উল্লেখ্য, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ মিলনায়তনে শুরু হচ্ছে বৈশ্বিক সম্মেলন। এ সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্স এবং সৌদি আরব।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়