
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বুধবার দুপুর ২টার দিকে ইয়র্ক কাউন্টিতে হয় এ ঘটনা।
ঘটনার একদিন আগে পুলিশের আহত ও নিহত সদস্যরা একটি গার্হস্থ্য সম্পর্কিত বিষয়ে তদন্ত শুরু করেছিলেন। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুলিতে আহত পুলিশের দুই সদস্যের অবস্থা বুধবার পর্যন্ত স্থিতিশীল ছিল। পেনসিলভানিয়ার রাজ্য পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বলেন, বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন<<>>ছয় মাসের মধ্যে দায়িত্ব শেষ করত চাই: সুশীলা কার্কি
প্যারিস বলেন, এ ঘটনা তদন্তে পেনসিলভানিয়ার পুলিশ তার সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করবে এবং ইয়র্ক কান্ট্রি ডিসট্রিক অ্যাটর্নি অফিসার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এ ছাড়া এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলাডেলফিয়া থেকে ১০০ মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। দ্রুত পালটা ব্যবস্থা নেয় পুলিশ। হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয় হতাহতদের।
এ ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার গভর্নর। আড়াই হাজার বাসিন্দার শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।