Apan Desh | আপন দেশ

কাতারে ইসরায়েলি হামলা, অক্ষত হামাসের শীর্ষ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১০:৪৩, ১০ সেপ্টেম্বর ২০২৫

কাতারে ইসরায়েলি হামলা, অক্ষত হামাসের শীর্ষ নেতারা

ছবি: সংগৃহীত

কোনো রকমের সতর্কবার্তা ছাড়াই কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় হামাসের শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন। তবে সগঠনটির রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চেয়ারম্যান খলিল আল-হাইয়ার ছেলে হুমাম ও এক সহযোগী নিহত হয়েছেন। হামাসের সগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) হঠাৎ করেই কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে অন্তত ১২টি বিমান হামলা চালায় দখলদাররা। বর্বর এ হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সেখানে অবস্থানরত হামাস নেতারা। নিরাপদেই আছেন বলে জানা গেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, হামলায় হামাস নেতারা নিরাপদ থাকলেও ক্ষতিগ্রস্ত হয় তাদের শেলটার দেয়া হোটেল। সেখানেই গাজায় যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আলোচনা করছিলেন হামাস নেতারা। হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া, জাহের জাবারিনসহ আরও কয়েকজন।

আরও পড়ুন<<>>কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল, নীরব যুক্তরাষ্ট্র

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার সমন্বয়ক ছিলেন তিনি নিজেই। তেলআবিবের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে কাতার। নিন্দা জানিয়েছে ইরানসহ বেশ কয়েকটি আরব দেশ। 

অন্যদিকে এ হামলায় খুবই অসন্তুষ্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, কাতারে হামাস শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলের হামলার ধরণ তাকে সন্তুষ্ট করেনি, এটি গাজায় শান্তি আলোচনার ভবিষ্যত অনিশ্চিত করে দিতে পারে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়। তবে একটাই কথা বলতে পারি — আমরা বন্দিদের ফেরত চাই, কিন্তু এ ঘটনা ঘটার ধরণে আমরা সন্তুষ্ট নই।

উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় তাদের কাতারের রাজধানীতে হামাসের শীর্ষ নেতাদের ওপর হত্যাচেষ্টা চালায়।

এ হামলা এমন এক সময় হয়, যার ঠিক কয়েকদিন আগে ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। সে হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র ঘোষণা করেন, তার দেশ যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়