
সংগৃহীত ছবি
সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক মন্তব্যের জবাবে এবার দেশটির কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মন্তব্যটি করার সময় শব্দ বাছাইয়ের ক্ষেত্রে মেদভেদেভকে অচিরেই সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (০১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক উচ্চমাত্রার উসকানিমূলক বিবৃতির প্রতিক্রিয়া হিসেবে আমি উপযুক্ত জায়গায় দু’টি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি।
রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান ফেডারেশন সিকিউরিটি কাউন্সিলের উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত আস্থাভাজন এ রুশ রাজনীতিক তীব্রভাবে পশ্চিমা বিশ্ববিরোধী হিসেবে পরিচিত।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে তীব্র সমালোচনামূলক মন্তব্য পোস্ট করেছেন মেদভেদেভ। সর্বশেষ আক্রমণাত্মক মন্তব্য তিনি করেছেন ট্রাম্পের আল্টিমেটারের প্রতিক্রিয়া।
আরও পড়ুন<<>>খাবারের জন্য ১২ কিমি. হেঁটে আসা শিশুকেও ছাড়েনি ইসরায়েল
গত মাসের মাঝামাঝি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে ৫০ দিনের আল্টিমেটাম দিচ্ছেন তিনি। পরে গত সপ্তাহে আল্টিমেটামের মেয়াদ কমিয়ে ১০-১২ দিনে নামিয়ে আনেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের নতুন আল্টিমেটাম ঘোষণার পর যথারীতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্টের তীব্রভাবে কটাক্ষ করেন মেদভেদেভ। সাম্প্রতিক এক এক্সবার্তায় রুশ নিরাপত্তা সংস্থার উপ প্রধান বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আল্টিমেটাম-আল্টিমেটাম খেলা খেলতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্টের এসব নাটুকেপনাকে পাত্তা দেওয়ার সময় রাশিয়ার নেই। সেই সঙ্গে আমরা পরিষ্কারভাবে বলতে চাই— প্রতিটি নতুন আল্টিমেটামের অর্থ হলো (রাশিয়া-যুক্তরাষ্ট্র)সম্ভাব্য যুদ্ধর দিকে এক কদম করে অগ্রসর হওয়া।
শুক্রবারের ট্রুথ সোশ্যালের পোস্টে মেদভেদেভকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি তাকে বলতে চাই যে নির্বুদ্ধিতাপূর্ণ এবং উসকানিমূলক বক্তব্য-বিবৃতির ফলাফল তার ধারণার চেয়েও বেশি বিপদজনক হতে পারে। কারণ শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং এই শব্দ প্রায়েই আমাদের অনাকাঙিক্ষত পরিস্থিতির দিকে চালিত করতে পারে। আমি আশা করছি যে আমাদের মধ্যে এমন কিছু ঘটবে না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।