Apan Desh | আপন দেশ

অসুস্থ তরুণীকে অ্যাম্বুল্যান্সে তুলে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৮:২৫, ২৬ জুলাই ২০২৫

অসুস্থ তরুণীকে অ্যাম্বুল্যান্সে তুলে ধর্ষণ

প্রতীকী ছবি

ভারতের বিহার রাজ্যের বৌদ্ধ গয়ায় হোমগার্ড নিয়োগ পরীক্ষার সময় এক তরুণী জ্ঞান হারায়। পরে তাকে হাসপাতালে নেয়া হচ্ছিল অ্যাম্বুল্যান্সে। কিন্তু সে সুযোগে তরুণীকে ধর্ষণ করে অ্যাম্বুল্যান্সের চালক ও তার সহকারী।

ঘটনাটি ঘটে ২৪ জুলাই। ওইদিন হোমগার্ড পরীক্ষায় অংশ নিতে গিয়েছিলেন এক তরুণী। পরীক্ষার দৌড়ের অংশে তিনি জ্ঞান হারান। ঘটনাস্থলে থাকা অ্যাম্বুল্যান্সে করে তাকে হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথেই চালক ও সহকারী মিলে তাকে ধর্ষণ করে।

খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দু’ঘণ্টার মধ্যে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। একজন গয়া জেলার, অপরজন নালন্দা জেলার বাসিন্দা।

আরও পড়ুন>>>অনাড়ম্বর আয়োজনে ডেইলি আপন দেশ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর বয়ান, মেডিক্যাল রিপোর্ট ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। ফরেনসিক টিমকে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।

এ ঘটনায় গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)। দ্রুত চার্জশিট জমা দিয়ে বিচারের আশ্বাস দিয়েছেন গয়া জেলার সিনিয়র পুলিশ সুপার।

এদিকে এ নৃশংস ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। আরজেডি নেতা তেজস্বী যাদব প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করে বলেছেন, এ কি মোদী-নীতীশের ‘গুড গভর্নেন্স’? বিহারে কি এখন রাক্ষসদের শাসন চলছে? তিনি অভিযোগ করে বলেন, প্রতিদিনই বিহারে নারীরা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ সরকার নীরব।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়