Apan Desh | আপন দেশ

খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২৬, ২১ জুলাই ২০২৫

আপডেট: ০৮:৪৩, ২১ জুলাই ২০২৫

খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী

বেনিয়ামিন নেতানিয়াহু

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। এমন অবস্থায় আগামী তিন দিন বাড়িতে বসে দাফতরিক কাজ চালিয়ে যাবেন বলে তার কার্যালয় জানিয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সি নেতানিয়াহু গত রাতে অসুস্থ হয়ে পড়েন। তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে। তিনি স্যালাইন নিচ্ছেন।

আরওপড়ুন<<>>গাজায় অনাহারে শিশুর মৃত্যু, হামলায় নিহত ১১৬ ফিলিস্তিনি

 এতে আরও বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন।
 
২০২৩ সালে ইসরাইলের প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়। সূত্র: রয়টার্স

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়