Apan Desh | আপন দেশ

ভয়াবহ বন্যা-দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২১:১৩, ১৬ জুলাই ২০২৫

ভয়াবহ বন্যা-দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ডুবছে নিউ জার্সি। এরইমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত দু’জন। দেশটিতে একদিকে যখন বন্যায় ডুবছে মানুষ, অন্যদিকে ওরেগন, কলোরাডো অঙ্গরাজ্যে বিধ্বংসী দাবানলে পুড়ছে প্রাণ-প্রকৃতি। এরইমধ্যে পুড়ে ছাই হয়েছে চার হাজার একর বনভূমি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ জুলাই) আকস্মিক বন্যার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্য। এরইমধ্যে প্লেইনফিল্ড শহরে কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

কিছু কিছু জায়গায় আড়াই ঘণ্টারও কম সময়ের মধ্যে ৬ ইঞ্চি পরিমাণ পানি জমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিরাপত্তার স্বার্থে এরইমধ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
 
একদিকে যখন বন্যায় ডুবছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, অন্যদিকে আগ্রাসী দাবানলে পুড়ছে দেশটির ওরেগন ও কলোরাডো অঙ্গরাজ্য। 
 
এর মধ্যে পুড়ে গেছে কলোরাডোর কয়েক হাজার একর বনভূমি। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। হেলিকপ্টার থেকেও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়